মূল পাতা আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ঘোষণা ইসরাইল ও আমেরিকার
আন্তর্জাতিক ডেস্ক 17 February, 2025 10:47 AM
পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং মধ্যপ্রাচ্যের প্রভাব কমাতে ইরানের বিরুদ্ধে এক জোট হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও তাদের বন্ধু রাষ্ট্র আমেরিকা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুতির ঘোষণা দেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, ইসরাইল ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবিলা করছে। গেল ১৬ মাসে তেল আবিব তেহরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ইসরাইল তাদের লক্ষ্যে পৌঁছাবে বলে মনে করেন নেতানিয়াহু।
সিরিয়া, লেবানন, গাজ্জা ও পশ্চিম তীরে বিশৃঙ্খলার জন্যও ইরানকে দায়ী করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া হামাসকে নির্মূল ও নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে ফিলিস্তিনের পশ্চীমতীরে জোরপূর্বক ফিলিস্তিনিদের বিতারিত করা এবং ধরপাকড় অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী।